
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ শুক্রবার শহরে ফের বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা। এদিন ২৯ থেকে কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ টি। ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। সেই সঙ্গে আছে ওমিক্রনের দাপট। এত দ্রুতহারে সংক্রমণের জন্য ওমিক্রনকে দায়ী করেছেন চিকিৎসকেরা।
এবার করোনা রোগীদের সাহায্যার্থে হেল্প লাইন চালু করল কলকাতা পুরসভা। পাওয়া যাবে বিভিন্ন চিকিৎসা পরিষেবা। এই হেল্প লাইন নম্বরে ফোন করে চিকিৎসক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স– অক্সিজন সব পরিষেবাই মিলবে। আজ থেকেই এই পরিষেবা শুরু হবে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। হেল্প লাইন নম্বরটি হল ২২৮৬১২৩৮। এই পরিষেবার দায়িত্বে থাকছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী সহ কয়েকজন স্বাস্থ্য আধিকারিক।