
শরণানন্দ দাস,কলকাতা: বিজ্ঞান চর্চায় বাংলা তথা বাঙালির ঐতিহ্য বহু দিনের। বিজ্ঞান চর্চায় স্বীকৃতি হিসেবে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার পাওয়া রীতিমতো শ্লাঘার বিষয়। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন ৬ জন বাঙালি, এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। ক’দিন আগে ঘোষিত এই সম্মান প্রাপ্তির রেশ মেলানোর আগেই আনন্দনগরীর জন্য আনন্দ সংবাদ। বিজ্ঞানের শহর হিসেবে বিশ্বের সেরা ১০০ র তালিকায় স্থান করে নিল কলকাতা। বিশ্বব্যাপী নেচার ইনডেক্স রাঙ্কিংয়ে কলকাতা রয়েছে ৯৯ নম্বরে, এর আগে কলকাতার স্থান ছিল ১২১ এ। বেঙ্গালুরু এর আগে ছিল ৯৩ নম্বরে, এবার কিছুটা পিছিয়ে ৯৭ য়ে। ভারতের এই দুটি শহরই এবার প্রথম ১০০ য় রয়েছে। উত্তরবঙ্গের থেকে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী টুইট করেছেন, ‘ তিলোত্তমা তোমাকে শুভেচ্ছা।’
আরও পড়ুন: আমরাই টার্গেট ছিলাম! দাবি দিলীপের
কী এই নেচার ইনডেক্স রাঙ্কিং? ৫৮ জন পরিবেশ বিশেষজ্ঞ ও ৮২ টি সেরা বিঞ্জান জার্নালের ফলাফলের ভিত্তিতে ই এই তৈরি হয়। করোনা আর লকডাউনের দুঃসময়ে শহরের জন্য ভালো খবর কিছু ছিল না। তারই মাঝে এই স্বীকৃতি খুশির হাওয়া বয়ে আনলো শহরবাসীর কাছে।