
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল সপ্তমীর দিন থেকে চালু হচ্ছে কলকাতা-পোর্ট ব্লেয়ারের উড়ান পরিষেবা। আপাতত সপ্তাহে এখন সোম ও শুক্রবার করে চলবে এই পরিষেবা। সকাল ৫টা ৫০মিনিটে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান ছাড়া হবে বলে খবর সূত্রের।
করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল উড়ান পরিষেবা। এরপর ধীরে ধীরে আনলক পর্বে স্বাভাবিক হচ্ছে জনজীবন। একে একে খুলে যাচ্ছে গন পরিবহনের মাধ্যম গুলি। এই পরিস্থিতিতে আপাতত একাধিক বিধিনিষেধ মেনে অবশেষে আগামীকাল থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্দামান বিমান পরিষেবা।
মাছ স্যানিটাইজার সহ যাত্রীদের প্রত্যেককেই মানতে হবে কোভিদ প্রটোকল। ফোনে অবশ্যই থাকতে হবে আরোগ্য সেতু অ্যাপ। বলাই বাহুল্য কলকাতা আন্দামান বিমান পরিষেবা চালু হয় যেমন খুশি হয়েছেন ভ্রমণপিপাসুরা, ঠিক একই ভাবে খুশি হয়েছেন পর্যটন ব্যবসায়ীরাও।