সংবাদমাধ্যমকে আপত্তিকর মন্তব্যে, সাংসদ মহুয়া মিত্রের বিরুদ্ধে বিবৃতি জারি কলকাতা প্রেস ক্লাবের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের সাংবাদিকদের আপত্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার বিবৃতি জারি করল কলকাতা প্রেস ক্লাব। সোমবার একটি প্রেস বিবৃতি মারফত তীব্র প্রতিবাদ জানানো হয় ক্লাবের পক্ষ থেকে, বিবৃতিতে বলা হয়,‘কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তাতে প্রেস ক্লাব, কলকাতাভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ করছে। তাঁর এই মন্তব্য নিঃসন্দেহে অনভিপ্রেত, অপমানজনক।গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবাদিকতার গুরুত্ব এবং এই পেশার সম্মান সর্বজনবিদিত। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একজন সাংবাদিকের পেশাগত সংগ্রাম ও সামাজিক দায়বদ্ধতার বিশ্বজোড়া স্বীকৃতি রয়েছে।সেই মহান কাজের সঙ্গে যুক্ত সাংবাদিকদের আঘাত করার কোন অধিকার কারও নেই। ধিক্কার জানাই সাংসদের মন্তব্যে।আশাকরি সাংসদ তাঁর এই মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করবেন’।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার কৃষ্ণনগরের তৃণমূলের সাংগঠনিক সভায় চরম বিশৃঙ্খলা হয়। গোষ্ঠী কোন্দলে শেষপর্যন্ত সভা পন্ড হওয়ার উপক্রম হওয়ায় ধৈর্যচ্যুতি ঘটে তৃনমূলের নদীয়া জেলার সভানেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্রের। উত্তেজিত হয়ে বলেই ফেললেন, ‘দু-পয়সার প্রেসকে কেন ডাকা হয়,দলের সাংগঠনিক মিটিংএ’। গোটা ঘটনায় বিস্মিত সাংবাদিক মহল।