fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

লকডাউনে বাস ট্যাক্সি ভাড়া শুনে নাভিশ্বাস উঠছে শহরবাসীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  একে করোনা তার মধ্যে দীর্ঘ লকডাউন।  আর এই লকডাউনের মাঝে আমজনতার মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে বর্ধিত বাসভাড়া। গোদের উপর বিষফোঁড়ার মত এবার ট্যাক্সি ভাড়াও বাড়ছে। হলুদ ট্যাক্সির ভাড়া একধাক্কায় ৩০ শতাংশ বাড়ানো হচ্ছে বলে খবর। এই নয়া ঘোষণায় কার্যত মাথায় হাত শহরবাসীর।

বৃহস্পতিবারই বেসরকারি বাসের ভাড়া বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার বেসরকারি বাসে উঠলেই দিতে হবে ২০ টাকা ভাড়া। সর্বোচ্চ ভাড়া হতে পারে ৪৫ টাকা। জানা গিয়েছে, প্রতি চার কিলোমিটার অন্তর পাঁচ টাকা করে ভাড়া বাড়বে।

এছাড়া, মিটারে ১০০ টাকা ভাড়া উঠলে, যাত্রীকে দিতে হবে ১৩০ টাকা। এমনই সিদ্ধান্ত নিয়ে শহরের ট্যাক্সি ইউনিয়ন। তবে তাতে সরকারি সিলমোহর পড়তে বাকি।

মধ্যবিত্ত নিম্নবিত্ত শহরবাসীর এমন জটিল পরিস্থিতিতে  ভাড়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশাসন কি করে সেটা দেখাও

Related Articles

Back to top button
Close