উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের উদ্যোগে পুজোর আগে শুরু কলকাতা-শিলিগুড়ি এসি বাস পরিষেবা

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ করোনা আবহ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে সামাজিক জীবন। তবু ভয় আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে সকলের মনে। তাও একটু ভালো থাকার আশায় নিত্য দিনের কাজগুলো থেকে একটু মুক্তির আশায় মানুষ কাছে পিঠে দূরে ভ্রমণকেই বেছে নেন। এবার পুজোর আগেই চালু হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়ি এসি বাস পরিষেবা। আগামী ৭ অক্টোবর থেকে এই পরিষেবা উপভোগ করতে পারবেন ভ্রমণপিপাসুরা। এই পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। অনলাইন ও অফলাইনে বুকিংও সেরে নেওয়া যাবে।
উল্লেখ্য, আগেও কলকাতা-শিলিগুড়ি বাস পরিষেবা চালু ছিল। তবে যাত্রী সেইভাবে না হওয়ায় মুখ থুবড়ে পড়ে এই ব্যবস্থা। তাই বন্ধ হয়ে যায়। এমনকী টিকিটের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ ছাড় দিয়েও যাত্রী মিলছিল না। ফের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এই পরিষেবা চালু করায় খুশির হাওয়া পর্যটক মহলে। পরিবহণ নিগমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল ট্রেড ইউনিয়ন।
সম্প্রতি পর্যটকদের কথা মাথায় রেখে ডবল ডেকার বাস পরিষেবা চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এবার কলকাতা-শিলিগুড়ি এসি বাস পরিষেবা পুজোর সময় ভ্রমণার্থীদের ডবল পাওনা।