
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ভোটের আগে কলকাতার সফরে আসার কথা ছিল বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। কিন্তু কলকাতায় করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে সেই সফর ইতিমধ্যেই বাতিল করেছেন নাড্ডা। পরবর্তীতে কবে তিনি কলকাতায় আসবেন এখনও সেই ব্যাপারে কিছু দলীয় তরফে কিছু জানানো হয়নি। এবার সফর বাতিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
আগামী ২২ জানুয়ারি চার পুরনিগমে ভোট প্রচারে আসার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল হয়েছে। রাজ্য বিজেপি সূত্রে খবর শিলিগুড়ি পুরনিগমের ভোটের আগে উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল অমিত শাহের। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই তাঁর আসার কথা থাকলেও রাজ্যে যে ভাবে সংক্রমণের গতি বাড়ছে তার জন্যই সফর বাতিল করেছেন তিনি।
উল্লেখ্য আগামী ২২ জানুয়ারি আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর পুরনিগমের ভোট। ইতিমধ্যেই তৃতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। খুব স্বাভাবিকভাবে ভোট প্রচারে থাকতে পারছেন না তিনি। করোনা-ওমিক্রনের দাপটে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি।
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ৷ শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন ৷