কৃষি সুরক্ষা আইনের সমর্থনে কোচবিহার জেলা কার্যালয়ে বিশেষ সভা কৃষাণ মোর্চা রাজ্য সভাপতির

শ্যামল কান্তি বিশ্বাস : বিজেপি কোচবিহার জেলা কার্যালয়ে, কৃষক স্বার্থে কেন্দ্রের আইন বলবৎ হওয়ার মধ্যদিয়ে দেশের কৃষকেরা কিভাবে উপকৃত হবেন সে বিষয়ে নাতিদীর্ঘ আলোচনার পাশাপাশি রাজ্যের কৃষকেরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিরোধী কার্যকলাপের ফলে কি ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সে বিষয়ে তথ্যভিত্তিক দীর্ঘ আলোচনায় অংশ নেন, রাজ্যের জনদরদী কৃষক নেতা মহাদেব সরকার।আজ কোচবিহার জেলায়, বিজেপি জেলা কার্যালয়ে আয়োজিত দলীয় নেতা,কর্মী সহ সমর্থকদের ভীড় ছিল চোখে পড়ার মতো।
মহাদেববাবু শুরুতেই রাজ্যের কৃষকদের বিরোধিতায় মমতা সরকার যে ভাবে একের পর এক কৃষক স্বার্থ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন,সে বিষয়ে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে আলোকপাত করেন।রাজ্য সরকারের হঠকারি সিদ্ধান্তে বাংলার ৭৬ হাজার কৃষক আজ কৃষি সমৃদ্ধি যোজনার ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকার আর্থিক সুবিধা থেকে বঞ্চিত।ফড়ে রাজের অবসান কল্পে নয়া কৃষি বিল সহ আইনকে সমর্থন তো দূর অস্ত, শুধু মাত্র কাটমানির লোভ সামলাতে না পেরে জনমুখী কৃষি আইনের বিরোধিতা করে নিজেদের বেআব্রু চেহারাটা পুনরায় উলঙ্গ করে সমাজের সামনে তুলে ধরলো বলে মত ব্যক্ত করেন, মহাদেব বাবু।
সাংগঠনিক কর্মী সভামঞ্চে আলোচক হিসাবে অন্যান্য নেতা-নেত্রী দের মধ্যে উপস্থিত ছিলেন, কোচবিহার জেলা কৃষাণ মোর্চার সভাপতি মুরারী কৃষ্ণ রায়,জেলার প্রবীণ বিজেপি নেতা তথা দলের জাতীয় পরিষদের সদস্য নিত্যানন্দ মুন্সি, উত্তরবঙ্গের ভূমিপুত্র,পর পর দু-বারের জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক, সদ্য ঘোষিত কৃষাণ মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অরুন মন্ডল প্রমুখ।