fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আক্রান্ত বিজেপি কর্মীদের হাসপাতালে দেখতে গেলেন কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার

শ্যামল কান্তি বিশ্বাস : তৃণমূলী সন্ত্রাস অব্যাহত রাজ্যব্যাপী। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ বিজেপি কর্মী সমর্থকদের উপর তৃণমূলী দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম বিজেপির একাধিক কর্মী সমর্থক। তারা প্রত্যেকেই বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি। আজ তাদের দেখতে যান বিজেপি কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার।

 

 

ঘটনা, গতকাল সন্দেশখালি ১ নং ব্লকের হাটগাছি গ্ৰামের প্রকৃত আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ গ্ৰামবাসী,তারা স্থানীয় পঞ্চায়েত প্রধানের দফতরে অভিযোগ জানাতে যাচ্ছিলেন। পথের মধ্যে আচমকা এদের উপর হামলা করে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় গুরুতর জখম ৯ জন বিজেপি কর্মী। এরা প্রত্যেকেই বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি। এদের‌ আজ দেখতে যান বিজেপি কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেশ সরকার। মহাদেববাবু জানান, বেছে বেছে শুধু মাত্র তৃণমূলের কর্মী সমর্থকদেরকেই আমফান ঝড়ের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে। এই ঘটনায় যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, এদের মধ্যে আমাদের বিজেপি কর্মী সমর্থক আছেন, এদের প্রত্যেককেই বঞ্চিত করা হয়েছে। এরা গতকাল শুধু প্রধানের কাছে অভিযোগটুকু জানতে গিয়েছিল। পথের মধ্যেই দলীয় মদতেই এই কাপুরুষোচিত আক্রমণ বলে মন্তব্য রাজ্য কৃষক নেতা মহাদেববাবুর।

Related Articles

Back to top button
Close