
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পিএসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। ফলে সেই পদ আপাতত শূন্য। সেই পদে কে বসবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। তবে এর মধ্যে একটি নাম ঘোরাফেরা করছে রাজনীতির অন্দরে। তার নাম কৃষ্ণ কল্যাণী। মুকুলের পথ ধরেই এবার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী। রাজ্য বিধানসভা সূত্রে এমনটাই খবর।
বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জেতার কয়েক মাসের মধ্যেই তিনি যোগ দেন তৃণমূলে। তবে রাজ্য বিধানসভায় তাঁর পরিচয় তিনি এখনও বিজেপি বিধায়ক। মুকুল রায়ের ইস্তফার পর তৃণমূলে থাকা এই বিজেপি বিধায়কের উপরই এই দায়িত্ব আসতে চলেছে।
এদিকে বিধানসভা সূত্রে খবর, ইতিমধ্যেই মুকুল রায়ের সঙ্গেও একপ্রস্থ কথা বলেছেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। তার কাছে তিনি এও জানতে চান, তিনি যে ইস্তফাপত্র দিয়েছেন তা কি তিনি স্বেচ্ছায় দিয়েছেন। না এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে। জবাবে মুকুল রায় অধ্যক্ষকে জানিয়েছেন তিনি স্বেচ্ছায় এই ইস্তফা দিয়েছেন। এরপরই মুকুল রায় ইস্তফা পত্র তিনি গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। তবে এর পরে কৃষ কল্যাণীর নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।