fbpx
কলকাতাগুরুত্বপূর্ণ

জল্পনা সত্যি করে পিএসির চেয়ারম্যান হলেন কৃষ্ণ কল্যাণী

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পিএসির চেয়ারম্যান পদ থেকে মুকুল রায়ের ইস্তফা দেওয়ার পরেই জল্পনা চলছিল। সেই জল্পনা সত্যি করে পিএসির চেয়ারম্যান পদে বসলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দলত্যাগ বিরোধী আইনে শুনানির মধ্যেই কৃষ্ণ কল্যাণীকে এই পদে বসানো হল।  বিধানসভা ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন রায়গঞ্জের এই বিধায়ক।

সম্প্রতি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য করা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকে। তখন থেকেই একটা জল্পনা চলছিল। কিছুদিন আগেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুকুল রায়। তাঁর ইস্তফার পর ওই পদটি খালি ছিল। মুকুল রায় ইস্তফার কারণ হিসেবে জানিয়ে ছিলেন তার শারীরিক অসুস্থতার জন্য তিনি এই পদ থেকে সরে দাঁড়ালেন। একটি ই-মেল করেও বিধানসভার অধ্যক্ষের কাছে তিনি তার ইস্তফার কথা জানান।

Related Articles

Back to top button
Close