পশ্চিমবঙ্গহেডলাইন
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও জেলা পুলিশের সহায়তায় কৃতি সম্মাননা

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ারের স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক মুখ ও অ্যাথলেটিকস অ্যাকাডেমির পরিচালনায় এবং আলিপুরদুয়ার জেলা পুলিশের সহায়তায় কৃতি সম্মাননা জ্ঞাপন করা হল শুক্রবার।
আরও পড়ুন:নবান্ন অভিযানে পুলিশি জুলুম, সংসদে স্বাধিকার ভঙ্গের অভিযোগ জানাবে বিজেপি
স্বেচ্ছসেবী সংগঠনের কর্নধার রাতুল বিশ্বাস জানান, এদিন বিভিন্ন ক্ষেত্রে মানুষের জন্য কাজ করেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। সম্মাননা প্রাপকদের মধ্যে রয়েছেন জেলার পুলিশ সুপার, আন্তর্জাতিক স্তরের অ্যাথলিট, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান। তিনি আরও জানান, আলিপুরদুয়ার জেলার এই কৃতি ব্যক্তি ও সংগঠনগুলিকে ট্রফি দিয়ে সম্মানিত করা হয়।