মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলের কুলু, কমপক্ষে ৭ জনের প্রাণহানি
মহারাষ্ট্রে জারি লাল সতর্কতা, কর্নাটকের উদুপিতে বন্ধ স্কুল-কলেজ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের কুলু। কমপক্ষে ৭ জনের প্রাণহানি হয়েছে। মালানা জেলায় তাপবিদ্যুৎ প্রকল্পে আটকে পড়া ২৫ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মণিকারন জেলায় জলের স্রোতে ৪ জন ভেসে গিয়েছে। বৃষ্টির দাপটে ধুয়ে গিয়েছে পাহাড়ি রাস্তা। যোগাযোগে পরিস্থিতি অত্যন্ত খারাপ। কুলু জেলার মণিকরণ এলাকায় এই বৃষ্টি ও হড়পা বানের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।
স্থানীয প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে, দ্রুত সেই কাজ শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করা চেষ্টা করা হচ্ছে।
হিমাচল প্রদেশের রাজ্য সরকার ওই এলাকা থেকে সমস্ত বেআইনি ক্যাম্পিং দ্রুত তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, তিনি জানিয়েছে, ওই তিন-চার কিলোমিটার এলাকা থেকে বহু পর্যটককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলেই প্রশাসন সূত্রে খবর।
অন্যদিকে টানা বৃষ্টিতে জলে ভাসছে বাণিজ্যনগরী মুম্বই। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) বৃহস্পতিবার মহারাষ্ট্র সহ রায়গড়, রতনগিড়ি, পুনে, কোলহাপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। থানে ও মুম্বইতে আগামী ১০ জুলাই পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। কর্নাটকের উদুপি, কোডাগু জেলায় ভারী বর্ষণের কারণে এই সপ্তাহে স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে।