কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
সারদা মামলায় মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি বসতে চান কুনাল ঘোষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘সারদা মামলার জেরায় মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি বসতে চাই।’ বিস্ফরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি ফের বোমা ফাটালেন কুনাল। তিনি সিবিআই আধিকারিকদের কাছে এই আর্জি জানিয়েছেন। এর আগেও সারদা মামলায় একাধিক গুরুত্ব পূর্ণ তথ্য তুলে ধরেছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘কেউ যেন কোনও ভাবে রাজনৈতিক ফায়দা না তুলতে পারে। আইন সকলের জন্য সমান।’ তার ইঙ্গিত যে বিজেপি নেতা মুকুল এর দিকে ছিল তা বলার অপেক্ষা রাখে না।
সারদা মামলা নিয়ে ফের বিস্ফোরক কুনাল ঘোষ। এদিন আলিপুর আদালতে গিয়ে কুনাল ঘোষ সাংবাদিকদের বলেন, ‘আমি সব সময় এই মামলায় সাহায্য করে এসেছি যখনই আমাকে ডাকা হয়েছে আমি হাজিরা দিয়েছি। আজও এসেছিলাম। এই মামলা থেকে যেন কোনো প্রভাবশালী ছাড় না পায়। চার্জশিটে যেন সকলের নাম থাকে। আর যদি প্রভাবশালীদের নাম চার্জশিটে না থাকে সেক্ষেত্রে সিআরপিসি ৩১৯ ধারা অনুযায়ী আমি আদালতে তাদের টেনে আনব।’