পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে যাত্রী সংখ্যা বাড়াল রেল মন্ত্রক
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে শ্রমিক স্পেশাল ট্রেন চললেও এই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে হাজার হাজার মানুষ। এবার তাঁদের কথা ভেবে আরও বেশি সংখ্যক শ্রমিক স্পেশাল ট্রেন এবং তাতে যাত্রীসংখ্যা দুইই বাড়াল ভারতীয় রেল। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেখানে শ্রমিক স্পেশাল ট্রেন গুলিতে সর্বাধিক ১২০০ জন যাত্রী বহন করা হচ্ছিল এরপর থেকে তার পরিবর্তে প্রায় ১৭০০ জন যাত্রীকে বহন করবে।
দেশজুড়ে লকডাউনের মধ্যেও বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হয়েছে বিশেষ শ্রমিক স্পেশাল ট্রেন। কিন্তু তারপরেও এখনও এই পরিষেবা থেকে বঞ্চিত থেকে গেছে হাজার হাজার মানুষ। এবার তাঁদের কথা ভেবে আরোও বেশি সংখ্যক শ্রমিক স্পেশাল ট্রেন এবং তাতে যাত্রীসংখ্যা দুইই বাড়াল ভারতীয় রেল।
রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনগুলির প্রতিটি কোচে ৭২ জন যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে এবং এরকম মোট ২৪টি কোচ রয়েছে সেখানে। বর্তমানে সামাজিক দূরত্বের নিয়মের কারণে এই ট্রেনগুলির প্রতিটি কোচে সর্বাধিক ৫৪ জন যাত্রী নিয়ে যাতায়াত চলছে।