
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মাত্র কদিন আগেই লাদাখে চিনা সেনাবাহিনীর হামলায় প্রাণ গিয়েছে ২০ জন ভারতীয় বীর জওয়ানের। এবার সেই বীর জওয়ানরাই রবিবার বিশ্ব যোগ দিবস পালন করলেন একত্রিত হয়ে। এদিন সকালেই সেই চিত্র ফুটে উঠল লাদাখে, তিব্বতেও। মাটি থেকে প্রায় ১৮-হাজার ফুট উচ্চতায় যোগ দিবস পালন করলেন সেনারা। এদিন শূন্য তাপমাত্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় যোগব্যায়াম করেন আইটিবিপি কর্মীরা।
এছাড়াও এদিন তিব্বতের ভারত-চিন সীমান্তে মোতায়েন করা আইটিবিপি অর্থাৎ ইন্দো-তিব্বতী সীমান্ত পুলিশের কর্মীরা যোগাসনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন। বদ্রীনাথের নিকট বসুধরার হিমবাহে ১৪ হাজার ফুট উচ্চতায় যোগব্যায়াম করছেন আইটিবিপি কর্মীরা।
জম্মু ও কাশ্মীরেও দেখা যায় একই চিত্র। রবিবার এখানেও সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগাভ্যাসে রত হল। যোগব্যায়াম করেই তাঁরা এই দিনটি পালন করলেন।