fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

বিহার নির্বাচনের আগে স্বস্তি আরজেডি দলে, জামিন পেলেন লালুপ্রসাদ যাদব

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জামিন পেলেন লালুপ্রসাদ যাদব। চাইবাসা ট্রেজারি মামলায় এই জামিন পেলেন তিনি। এছাড়াও পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত আরও ৩টি মামলায় জামিন পেইয়েচেন আরজেডি সুপ্রিমো।  শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্ট লালুপ্রসাদ যাদবের জামিন মঞ্জুর করেছে। প্রবীণ এই নেতার শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে তাঁকে জামিন দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট। কিন্তু জামিন পেলেও এখনও জেলেই থাকতে হবে লালুপ্রসাদকে। কারণ দুমকা ট্রেজারি মামলায় এখনও জামিন পাননি তিনি। তবে দুমকা ট্রেজারি মামলায় এখনও জামিন না মেলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে তাঁকে।

[আরও পড়ুন- পেঁয়াজের ঝাঁজে নয়, দামে নাজেহাল সাধারণ মানুষ]

এদিন ঝাড়খণ্ড হাইকোর্টে লালু প্রসাদের জামিনের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। তিনি বলেছিলেন যে, “চাইবাসা ট্রেজারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের জেলের সাজা দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই তাঁর সাজার অর্ধেক মেয়াদ শেষ হয়ে গিয়েছে। জেলে থাকাকালীন তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটেছে। সেইকারণে লালুর স্বাস্থ্যের কথা চিন্তা করে তাঁকে জামিন দেওয়া হোক”।

উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারি সহ একাধিক মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন এই আরজেডি প্রবীণ নেতা। সেইকারণে গত আড়াই বছরের বেশি সময় ধরে জেল খাটছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু বিহার বিধানসভা ভোটের আগে আরজেডির শীর্ষ নেতার এই জামিন অনেকটাই স্বস্তি নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে।

 

 

Related Articles

Back to top button
Close