fbpx
অসমগুরুত্বপূর্ণদেশহেডলাইন

ভয়ঙ্কর ভূমিধস অসমে, মৃত কমপক্ষে ২০, আহত বহু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়ঙ্কর ভূমিধস অসমে। মাটি চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে ২০ জন। সেরাজ্যের দক্ষিণ অংশে ওই ভূমিধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

 

 

সূত্রের খবর, দক্ষিণ অসমের করিমগঞ্জ, শিলচর, হিলাকান্দিতে ধসের কারণে মৃত্যু হয়েছে ২০ জনের। যাদের মধ্যে রয়েছে ৮ শিশু।

 

 

ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এনডিআরএফের দল। শোনা যাচ্ছে, মৃতদের মধ্যে ১২ জন একই পরিবারে সদস্য। স্থানীয় মানুষদের মতে দীর্ঘসময় ধরে অসমে বৃষ্টি চলার কারণেই এই দূর্ঘটনা ঘটনা ঘটেছে। মাটি আলাগা হয়ে যাওয়ার ফলে এই পরিস্থিতি হয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসনও। ঘটনাস্থলে পৌঁছে এখন মৃতদেহ উদ্ধারের কাজ করছে এনডিআরএফ। মনে করা হচ্ছে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যও পরে বাড়তে পারে বলে আশঙ্কা।

 

 

উল্লেখ্য, অসমে শেষ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। রাজ্যের প্রায় ন’‌টি জেলা অতিবৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছিল। আশ্রয়হীন হয়েছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। এই ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

Related Articles

Back to top button
Close