fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

একের পর এক বিপর্যয়….. নেপালে ভূমিধস, মৃত ১৮, নিখোঁজ বহু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্ব যেন এক মৃত্যুপুরী। একদিকে করোনার কারণে মৃত্যু অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় তার ত্রাস অব্যাহত রেখেছে। এই অবস্থার মধ্যেই নেপালে ভূমিধসে ঘটনা, নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে এই প্রাকৃতিক বিপর্যয় ১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। চলছে উদ্ধারকার্য। ছয়টি আলাদা আলদা জায়গায় ভূমিধস হয়েছে নেপালে। তবে একাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জলের তলায় ৩ হাজার গ্রাম

জুলাই মাস থেকেই একাধিকবার ভূমিধসের কবলে পড়েছে নেপাল। প্রাণ গিয়েছে বহু মানুষের। জানা গিয়েছে, হিমালয়ের ভূমিকম্পের জেরে সমস্যার মধ্যে পড়তে পারে নেপাল। এই মুহূর্তে এমনিতেই গোটা বিশ্ব করোনা মহামারী নিয়ে বিপর্যস্ত। তার মধ্যে এই খবর যথেষ্ট হতাশার।
আলবেরতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গবেষকদের কথায় আগামীদিনেও ভূমিকম্পের মুখে পড়তে পারে নেপাল। যার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে সেখানকার সম্পদ।

Related Articles

Back to top button
Close