fbpx
আন্তর্জাতিকহেডলাইন

জাপানে বিধ্বংসী ঘূর্ণিঝড় নানমাদলের প্রভাবে ভূমিধস ও বন্যা, মৃত ২, আহত কমপক্ষে ৯০

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: জাপানে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। রবিবার সকালে ঘূর্ণিঝড় নানমাদল জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে আঘাত হানার পর ভূমিধস ও বন্যায় অন্তত দুজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৯০ জন।    ৯০ লক্ষ মানুষকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে এবং সাড়ে তিন লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম গুলি জানিয়েছে, বন্যার জলে গাড়ি ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ভূমিধসে অপরজনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত একজন নিখোঁজ।

শক্তিশালী ঘূর্ণিঝড় নানমাদল ঘণ্টায় ২৩৪ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে এনেছে। এটি চার বা পাঁচ নম্বর ক্যাটাগরির হ্যারিকেনের সমতুল্য। নানমাদলের প্রভাবে টোকিওতে ভারি বৃষ্টিপাত হয়েছে। এমনকি বন্যার কারণে টোজাই পাতাল রেল পরিষেবা বাতিল করা হয়েছে। বুলেট ট্রেন পরিষেবা, ফেরি চলাচল এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘূর্ণিঝড়ের প্রভাব পর্যবেক্ষণ করছেন।

 

Related Articles

Back to top button
Close