fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

ভারী বৃষ্টির জেরে নেপালে ভূমিধস, প্রাণহানি ১৭ জনের, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের  

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ভারী বৃষ্টির জেরে ভূমিধসে নেপালে কমপক্ষে  ১৭ জনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন আরও ১০ জন। এছাড়া আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিনের তিব্বত-নেপাল সীমান্তঘেঁষা আচ্ছাম জেলায় শনিবার এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে ইতিমধ্যেই আচ্ছাম জেলার অধিকাংশ এলাকায় বন্যা শুরু হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে আচ্ছামের দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার।

ভূমিধস উপদ্রুত এলাকায় উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন আচ্ছাম জেলা প্রশাসনের শীর্ষ নির্বাহী কর্মকর্তা দীপেশ রিজাল। আহতদের পার্শ্ববর্তী সুরখেত জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ বন্যার কারণে ৭টি জেলার সংযোগকারী অধিকাংশ সড়ক-মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে উদ্ধার কার্য চালানো কঠিন হয়ে পড়ছে।

 

 

 

Related Articles

Back to top button
Close