আরএসএস-কে জব্দ করবে লস্কর, তালিবান! পোস্টার পড়ল কর্ণাটকে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আরএসএসকে জব্দ করবে লস্কর, তালিবান! শুনতে অবাক লাগলেও এমনই পোস্টার পড়েছে কর্ণাটকের ম্যাঙ্গালোরে। ২৬-১১ মুম্বই হামলার ১২ বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার। আর এই দিনেই এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল ওই এলাকায়।জানা গিয়েছে যে, ওই পোস্টারে লস্কর-ই-তৈবার সমর্থনে লেখা ছিল। পোস্টারে লেখা ছিল যে, আরএসএসকে জব্দ করতে লস্কর, তালিবানদের আমন্ত্রণ জানানো হবে।
আরও পড়ুন- “মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের বোন ভাবুন”, লাভ জিহাদ নিয়ে মন্তব্য সপা-র সাংসদের
ম্যাঙ্গালোরের একটি সার্কিট হাউসের দেওয়ালে রাতের অন্ধকারে দেওয়াল জুড়ে এই পোস্টার দেওয়া ছিল বলে জানিয়েছে পুলিশ।খবর পেতেই পুলিশের পক্ষ থেকে মুছে দেওয়া হয়েছে ওই পোস্টার। পোস্টার মুছে দেওয়ার পর দেওয়াল সাদা রঙ করে দেওয়া হয়েছে। হিংসা বাধানো ও দেশের সম্পত্তি নষ্টের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে কর্ণাটকের পুলিশ।
সম্প্রতি ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনতে চলেছে কর্ণাটক সরকার। বিয়ের জন্য ধর্ম পরিবর্তন গ্রহণযোগ্য নয় বলে আইন আনতে চলেছে কর্নাটক সরকার। আসাম, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য লাভ জিহাদ রুখতে কড়া আইন আনছে। এই বিষয়ে সহমত জানিয়ে আইন আনার বিষয়ে সিদ্ধান্ত নেয় কর্ণাটক সরকার। আর এরইমধ্যে এই ধরণের পোস্টার ঘিরে চিন্তার ভাঁজ পড়েছে কর্নাটক সরকারের কপালে।