পশ্চিমবঙ্গহেডলাইন
আগষ্ট মাসের শেষ লকডাউন সফল কুমারগ্রামে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: লকডাউন বিষয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা নিয়ে দ্বন্দ্বের মাঝেই কুমারগ্রাম ব্লকজুড়ে সফল হল রাজ্য সরকার ঘোষিত আগষ্ট মাসের শেষ সপ্তাহের শেষ লকডাউন।
সোমবার এ মাসের শেষ লক ডাউনের দিনে কুমারগ্রাম ব্লকের সর্বত্র দোকানপাট, হাট, বাজার খোলেনি। যানবাহন চলাচল ছিল বন্ধ। জরুরি প্রয়োজন ছাড়া এদিন রাস্তায় যারা বেরিয়েছেন তাদের পড়তে হয়েছে পুলিশি জেরার মুখে। জেরায় প্রমাণ সহ সদুত্তর দিতে পারলে মিলেছে ছাড়।
সদুত্তর না দিতে পারলেই পুলিশের হাতে। এদিন লক ডাউন ভেঙ্গে রাস্তায় বেরিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দশজন। লক ডাউন সফল করতে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মত। চা বাগান গুলিতে লক ডাউন নির্দেশিকা মেনেই এদিন কাজ হয়নি।