fbpx
দেশবিনোদনহেডলাইন

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের আবাসনে করোনার হানা, সিলড করা হল বিল্ডিং

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের আবাসনে এবার করোনার হানা। সিলড করা হল আবাসন। এই আবাসনের ১১ জনের দেহে করোনা-১৯ এর জীবাণু মিলেছে। এরপরেই আবাসন সিল করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে সুস্থ আছেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর।
প্রভু কুঞ্জ আবাসনে আগে থাকতেন ভার্সাটাইল সিঙ্গার আশা ভোঁসলে। তবে কিছুদিন এই আবাসন ছেড়ে অন্যত্র চলে যান তিনি।
জানা গেছে, মুম্বইয়ের পেডার রোডে অবস্থিত এই আবাসনটিতে রয়েছেন বহু বৃদ্ধ মানুষ। করোনা সংক্রমণ আটকাতে বীরহানমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই আবাসন সিল করা হয়।

আরও পড়ুন:দেশজুড়ে একদিনে ফের রেকর্ড সংক্রমণ, ৩৫ লক্ষের গণ্ডি পার করল আক্রান্তের সংখ্যা

আবাসন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তা ক্রমশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই আবাসনে অনেক বয়স্ক মানুষ থাকেন। তাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর গণেশ চতুর্থীও শুধু পরিবারের মধ্যেই পালন করা হয়। আবাসনের বাকি বাসিন্দারা সুস্থ আছেন।

Related Articles

Back to top button
Close