fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

মালদায় লঞ্চ ডুবি…মৃত ১, হাইড্রোলিক ক্রেন দিয়ে চলছে গঙ্গায় তলিয়ে যাওয়া লরিগুলিকে উদ্ধারের কাজ

মিল্টন পাল, মালদা: মালদার মানিকচকে লঞ্চ ডুবির ঘটনায় মৃত এক। গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়া লরিগুলিকে উদ্ধারের জন্য ফারাক্কা থেকে নিয়ে আসা হয়েছে হাইড্রোলিক ক্রেন। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়ে দুটি লরি। রাজ্য ও কেন্দ্রে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসনের আধিকারিকেরা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম সাইদুল শেখ (১৮)। বাড়ি ঝাড়খন্ডের উদুয়া বাড়ি গ্রামে। পেশায় লরির খালাসী। যদিও পুলিশের নিখোঁজের তালিকায় এর নাম নেই। মৃতের আত্মীয় আজারুল শেখ জানান, সে পাথর বোঝাই লরির খালাসী ছিল। সোমবার পাথরের গাড়ি নিয়ে রাজমহল ঘাট থেকে মালদার মানিকচক ঘাটে লঞ্চে করে আসছিল। এরপর লঞ্চটি উল্টে আটটি লরি গঙ্গা গর্ভে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যায়। শুরু হয় উদ্ধারকার্য।

উল্লেখ্, সোমবার রাতে ১০টি লরি ও বেশ কয়েকজনকে নিয়ে রাজমহল ঘাট থেকে মালদার মানিকচক ঘাটে লঞ্চটি আসে। এরপর একটি লরি পার হতেই হঠাৎ লঞ্চটি উল্টে যায়। ঘটনাস্থলে গঙ্গা গর্ভে তলিয়ে যায় আটটি লরি। ভেসে যায় লঞ্চে থাকা যাত্রীরা। ওই দিন রাতেই বেশ কয়েকজনকে উদ্ধার করে। প্রশাসনের কাছে খবর ছিল তিনজন নিখোঁজ রয়েছে। যাদের নাম মন্টু সেখ (৩৪), ময়না শেখ(৪০) তারক কুমার যাদব (৬০)। যদিও ঘটনার ৭২ ঘন্টা পার হলেও এখনও এদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিন যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার নাম প্রশাসনের কাছে ছিল না। এখনও পর্যন্ত এনডিআর এফ উদ্ধারকার্য চালাচ্ছে। নামানো হয়েছে ডুবুরি । ঘটনাস্থলে উদ্ধার কার্যের তদারকি করছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল।

বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন, ‘এখানে বোল্ডার রাজনীতি চলছে। বোল্ডার নিয়ে কাটমানির রাজনীতি চলছে। প্রশাসন ঘাটের তৎপরতা থাকলেও নিয়ম মেনে কাজ হয় না। ওভার লোডিং থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এত বড় দুর্ঘটনা ঘটলেও তাদের কাছে কোনও নথির হিসাব নেই যে লঞ্চটি কোন কোন গাড়ি ছিল কতজন যাত্রী ছিল। অবিলম্বে ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত দাবি করছি’।

আরও পড়ুন: নমাজের সময় নাইজেরিয়ার মসজিদে বন্দুকবাজের হামলা, মৃত ইমাম-সহ ৫

জেলা পরিষদের সভধিপতি গৌড় চন্দ্র মন্ডল বলেন, ‘এটা একটি নিছক দুর্ঘটনা। প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। ইতিমধ্যে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধার কাজ করছে। লরিগুলিকে তোলার কাজ চলছে। ইতিমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তল্লাশি চলছে। বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে’।

Related Articles

Back to top button
Close