পশ্চিমবঙ্গহেডলাইন
লক্ষীপুর মহকুমায় লকডাউনের আংশিক প্রভাব

লক্ষীপুর: লক্ষীপুর মহকুমায় লকডাউনের আংশিক প্রভাব পড়েছে l লক্ষীপুর শহর সহ বিভিন্ন বাজার এলাকার আংশিক দোকানপাট বন্ধ ছিল l তবে,স্থানীয়দের তাগিদে এক-দুটি দোকানের এক পাঠ খোলে বা দোকানের পিছন দোয়ার খোলে নিত্য সামগ্রী বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের l এছাড়া,বাজার বা সড়কে স্বাভাবিক জনসমাগম দেখা যায় নি l
আড্ডায় বা মানুষের হাল্কা চলাচল পরিলক্ষিত হয়েছে। যাত্রীবাহী ছোটবড় গাড়ি চলাচল বন্ধ থাকলেও মালিকানাধীন গাড়িগুলি যথারীতি চলাচল করতে দেখা গেছে। যানজট নিয়ন্ত্রণে মহকুমার মূল পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশকেও নিয়োজিত করার দৃশ্য পরিলক্ষিত হয়। লকডাউনের প্রভাবে লক্ষীপুর শহরের ফুলেরতল এলাকায় দোকানপাট বন্ধ করে রাখেন ব্যবসায়ীরা।