পশ্চিমবঙ্গহেডলাইন
সলিড অ্যান্ড লিক্যুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কামাক্ষ্যাগুড়িতে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কামাক্ষ্যাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কালাপানি এলাকায় সলিড অ্যান্ড লিক্যুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন হল বৃহস্পতিবার। গ্রাম পঞ্চায়েত প্রধান হরমোহন রাভা প্রকল্পটির ভিত্তি প্রস্তর স্থাপন করে জানান, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। আনুমানিক ব্যয় ধরা হয়েছে একুশ লক্ষ টাকা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে।
আরও পড়ুন: করোনায় মৃত আইসি অনিন্দ্য বসু ও বিডিও সঈদ আহমেদ
প্রকল্পটি চালু হলে এলাকার আবর্জনা সংগ্রহ করে এখানে নিয়ে আসা হবে এবং আবর্জনা কে প্রক্রিয়াকরণ করে কম্পোস্ট সারে পরিনত করা কবে। উপস্থিত ছিলন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে সহ অন্যান্যরা।