পশ্চিমবঙ্গহেডলাইন
নিজ জমি প্রকল্পে ১০৭ জনকে পাট্টা প্রদান

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম : কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত দপ্তরে একশ সাত জন ভুমি হীন ব্যক্তির হাতে নিজ জমি প্রকল্পে জমির পাট্টা প্রদান করা হল।
রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উদ্যোগে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভুমি স্থায়ী সমিতির পরিচালনায় এবং কামাক্ষ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় অনুষ্ঠিত এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভুমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ কমল রায়, পুর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, ব্লক ভুমি ও ভুমি সংস্কার আধিকারিক পদম লামা সহ অন্যান্যরা।
কমল রায় জানান শারদ উৎসবের মহানবমীর দিন এই পাট্টা বিতরন অনুষ্ঠান আয়োজিত হয়, যাদের পাট্টা প্রদান করা হয়েছে তারা যাতে নিজ প্রয়োজনে জমিটি ব্যবহার করেন সেদিকে ও নজর রাখা হবে।