চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২০, আহত বহু

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোয় ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ২০।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র অনুসারে এখনও পর্যন্ত ২০ জনের প্রাণহানি ঘটেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলবাহিনী সূত্রে খবর, নিহত দের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে। আহতে সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক। শনিবার রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত তড়িঘড়ি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে অনেকের পরিচয় জানা যায়নি।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানিয়েছেন, বিস্ফোরণে তাঁদের থানার কনস্টেবল তুহিনের এক পা বাদ গেছে। পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ডিপোর ভেতর থেকে উদ্ধার করা দেহের মধ্যে যে তিনজনের পরিচয় জানা গেছে, তাঁরা হলেন ডিপোর আইসিটি কাউন্টারে কতর্ব্যরত মবিনুল হক, মহিউদ্দিন (২৪) ও হাবিবুর রহমান (২৩)। তাঁদের মধ্যে মবিনুল ও মহিউদ্দিনের বাড়ি বাঁশখালী উপজেলায়।