ফের ধাক্কা, তৃণমূল ছেড়ে ৫০ জন বিজেপিতে যোগদান করল

গোপাল রায়, আরামবাগ: সামনে বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই আরামবাগ বিধানসভার অন্তর্গত মাধব পুর গ্রাম পঞ্চায়েতের ৫০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। মঙ্গলবার সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার তৃনমূলের আগত কার্য্যকর্তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ ।
এ বিষয়ে তৃণমূল কর্মীরা বলেন আমরা তৃণমূল দলটা করে আসছি কিন্তু এখন যারা তৃণমূল দলে রয়েছে তা তার সম্মান পায়নি । দলের নেতাদের আমফান নিয়ে দুর্নীতি দেখে আমরা বাধ্য হয়েই বিজেপিতে যোগ দিয়েছি। এখন থেকে বিজেপি দলের সঙ্গে সক্রিয় ভাবে কাজ করব। এ বিষয়ে বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন ,এখন দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছে । শাসক দলের নেতাদের দুর্নীতি অপশাসন রুখতে তার বিজেপিতে যোগ দিচ্ছেন। এবং বিজেপির দলীয় কর্মসূচি ও উন্নয়নের বিভিন্ন দিক ভেবেই তারা এগিয়ে আসছেন । মানুষ বুঝতে পেরেছেন আগামী দিনে বিজেপিই একমাত্র দল যে সাধারণ মানুষ জন্য উন্নয়নের লক্ষ্যে পথ দেখাবে । এ বিষয়ে তৃনমূলের নেত্বরা কোন মুখ খোলেনি ।