fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

তৃণমূল, সিপিএম ছেড়ে নন্দীগ্রামে বিজেপিতে যোগ ২০০ জনের

রাজকুমার আচার্য, নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর): পরিবর্তনের আঁতুড় ঘর নন্দীগ্রামে লাগাতার বিজেপিতে যোগদানের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার প্রায় ২০০ জন তৃণমূল, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।

নন্দীগ্রাম বিধানসভা এলাকার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমেদাবাদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও সিপিএম থেকে বিজেপিতে যোগদান করছেন। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি প্রলয় পালের উপস্থিততে আনুষ্ঠানিকভাবে বিজেপির নবাগত সদস্যদের হাতে পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অরূপ জানা, সহ সভাপতি দিলীপ পাল, মণ্ডল যুব সভাপতি শিবপ্রসাদ গিরি, মণ্ডল সম্পাদক সরূপ দাস প্রমুখ।

আরও পড়ুন:নায়ক থেকে পার্শ্বচরিত্রে উজ্জ্বল রাধামোহন ভট্টাচার্য

প্রলয় পাল বলেন, “একুশের ভোট যত এগিয়ে আসবে নন্দীগ্রামে ততই বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের সংখ্যা বাড়বে। ইতিমধ্যে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় তৃণমূল, সিপিএম ছেড়ে বহু কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেছেন। আজকেও প্রায় ২০০জন যোগদান করেছেন যাঁদের কেউ দীর্ঘদিনের তৃণমূলের আবার কেউ দীর্ঘদিনের সিপিএময়ের কর্মী ছিলেন। নন্দীগ্রাম জুড়ে এভাবে পকেট জয়েনিং হতে থাকবে। কারণ একুশের ভোটে বিজেপি ক্ষমতায় আসছে। নন্দীগ্রামে মেগা জয়েনিং হবে নভেম্বর -ডিসেম্বরে। এখানে বিজেপি শক্তিশালী হচ্ছে। একুশের ভোটে নন্দীগ্রাম থেকে বিজেপির বিধায়ক নবান্নে যাবেন।”

Related Articles

Back to top button
Close