fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা, ভারত বন্ধের দাবিতে পথে বাম জোট

নিজস্ব সংবাদদাতা দিনহাটা: রাজ্য সরকারের লাগাম ছাড়া দুর্নীতির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে আগামী ২৫ শে সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট কে সফল করে তুলতে দিনহাটায় বিক্ষোভ মিছিল করল বাম শরিক দল গুলি। রবিবার দিনহাটা শহরের হেমন্ত বসু কর্ণার থেকে বাম শরিক দলগুলোর এই যৌথ মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে।

কৃষি বিল প্রত্যাহার ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন বিকালে বাম শরিক সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, সি পি আই প্রভৃতি বাম দলগুলির এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা কালে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব হন। এদিনের এই মিছিল শহরের হেমন্ত বসু কর্ণার থেকে শুরু হলে সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন, এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য শুভ্রালোক দাস, ইনসাফ উদ্দিন আহমেদ, প্রবীর পাল,ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ, বিকাশ মণ্ডল, সিপিআই নেতা সন্তোষ বর্মন প্রমুখ।

বাম নেতৃত্ব বলেন কেন্দ্রীয় সরকার সংসদের নতুন কৃষি বিল পাস করে দেশের কৃষকদের কঠিন জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করছে। কৃষক ও কৃষি কে বাঁচানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিল প্রত্যাহারের দাবি পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি, কেন্দ্র ও রাজ্যের সীমাহীন দুর্নীতি প্রভৃতির প্রতিবাদে আগামী ২৫ শে সেপ্টেম্বর সারাভারত ধর্মঘটের সমর্থনে এদিনের এই বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে বাম শরিক দলগুলোর এদিনের এই বিক্ষোভ মিছিলকে ঘিরে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট।

Related Articles

Back to top button
Close