পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে টাকি রোড অবরোধ বাম কংগ্রেসের

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি প্রতিবাদে টাকি রোড অবরোধ করল বাম কংগ্রেস। বসিরহাট মহকুমার টাকি রোডের চৌমাথায় রাস্তার উপর বসে অভিনব প্রতিবাদ দেখাল বাম কংগ্রেস কর্মীরা। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, আমফান ক্ষতিপূরণ স্বজনপোষণের অভিযোগে টাকি রোড অবরোধ করে বাম-কংগ্রেস। সোমবার বিকেল পাঁচটা নাগাদ অবরোধ করেন জাতীয় কংগ্রেসের সদস্য অমিত মজুমদার, বসিরহাটের সিপিএম নেতা প্রতাপ নাথ সহ কংগ্রেস ও সিপিএমের শতাধিক মহিলা কর্মী নিয়ে যৌথভাবে অবরোধ শুরু করেন।
তাদের দাবি, অবিলম্বে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি অর্থাৎ তেলের দাম কমাতে হবে। আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে। এদিন প্রতিবাদে দলীয় পতাকা নিয়ে বাম ও কংগ্রেস প্রায় এক ঘণ্টা অবরোধ করে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। এর ফলে যানজটের সৃষ্টি হয় বসিরহাটের টাকি রোডে।