fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বাম-কংগ্রেসের যৌথ মিছিল

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী ট্রেড ইউনিয়ন সমুহের ফেডারেশন। এই ধর্মঘটের সমর্থনে বুধবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে যৌথ মিছিল করে বাম ও কংগ্রেস।

 

আলিপুরদুয়ার শহরে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন সিপি আই এম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কিশোর দাস, কুমারগ্রামের বারোবিশায় মিছিলে নেতৃত্ব দেন কুমারগ্রাম পুর্ব এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত সরকার কামাক্ষ্যাগুড়িতে মিছিলে নেতৃত্ব দেন সি পি আই এম এর কুমারগ্রাম পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক বীরেন বর্মন। প্রতিটি মিছিল থেকে আগামী কালের ধর্মঘটকে সফল করার আবেদন জানানো হয়।

Related Articles

Back to top button
Close