পশ্চিমবঙ্গহেডলাইন
২৬’র ধর্মঘট সফল করতে বাম-কংগ্রেস যৌথমিছিল বীরভূমের মল্লারপুরে

সুব্রত মুখোপাধ্যায়, সাঁইথিয়া: ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট সফল করতে বীরভুম জেলা কংগ্রেস ও বামফ্রন্টের কৃষকসভার নেতৃত্ব মঙ্গলবার যৌথভাবে এক বিরাট মিছিল বীরভুমের মল্লারপুরে। কৃষি আইন বাতিল, শ্রমিক কোড আইন বাতিল, একশো দিনের কাজকে দু’শো দিন করার দাবী এবং প্রত্যেক দরিদ্র শ্রমজীবী পরিবারকে মাসিক ৭৫০০ টাকা ভাতা দেবার দাবীতে মল্লারপুরের বাহিনা মোড় থেকে অম্বা মোড় হয়ে বক্রেশ্বর রাইস মিলের গেট পর্যন্ত এদিনের মিছিল আয়োজিত হয়।
এদিন মিছিলের পুরোভাগে ছিলেন বীরভুম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফোদ্দোজা, বামফ্রন্টের কৃষক সভার জেলা সভাপতি অরুপ বাগ এবং অন্যান্য নেতৃবৃন্দ। আগামী বৃহস্পতিবার কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থে যে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তা সফল করতে জেলাবাসীকে আবেদন করেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফোদ্দোজা।