fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আগামী ২৬শে নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটকে সফল করতে সভা ও মিছিল করল বাম কংগ্রেস ছাত্র যুব সংগঠন

নিজস্ব সংবাদদাতা,দিনহাটা: আগামী ২৬শে নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘট কে সফল করতে সভা ও মিছিল করল বাম কংগ্রেস ছাত্র যুব সংগঠন। বুধবার  দিনহাটা পাঁচমাথা মোড়ে এই সভা ছাড়াও মিছিল হয়। এদিনের আই সভায় বক্তব্য রাখেন এসএফআইয়ের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস, যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, ছাত্র ব্লকের রাজ্য সম্পাদক সৌম্যদীপ সরকার, যুব কংগ্রেস নেতা মাসুদ আলম, ডিওয়াইএফআই নেতা অভিনব রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই দিনের এই সভায় বক্তাগন বলেন, কেন্দ্রের মোদি সরকার যে কৃষি নীতি ও শ্রমনীতি গ্রহণ করেছে তা কৃষক ও শ্রমিক বিরোধী। এই নীতির ফলে দেশে কৃষক-শ্রমিক সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও নিচের দিকে চলে যাবে। কর্পোরেট হাউসগুলির মুনাফা বাড়বে। এর বিরুদ্ধে আগামী ২৬ শে নভেম্বর দেশজুড়ে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাতে সফল করতে হবে। পাশাপাশি  রাজ্যের তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করে বক্তাগন বলেন, রাজ্যজুড়ে খুন সন্ত্রাস নারী ধর্ষণ এগুলি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু থেকেই এ রাজ্য পিছিয়ে পড়ছে ক্রমশ। দিনহাটা ২ নম্বর ব্লকে কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, তা পূরণ হয়নি। কলেজ স্থাপনের দাবিতে লাগাতার আন্দোলন চলবে। এরআগে দিনহাটা সংহতি ময়দান থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে পাঁচমাথা মোড় এলাকায় জমায়েত হয়।

Related Articles

Back to top button
Close