বামফ্রন্টের ডাকা বনধে মিশ্র প্রভাব কোচবিহারে, গ্রেফতার ২৭

জেলা প্রতিনিধি, কোচবিহার: কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর দেশজুড়ে ডাকা ধর্মঘটে সারা কোচবিহার জেলা জুড়ে মিশ্র সাড়া পড়েছে। জেলার কোচবিহার শহর থেকে শুরু করে তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙ্গা সহ জেলার বিভিন্ন এলাকায় বনধ পালিত হচ্ছে। কোচবিহার শহরের রাজবাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে বনধ সমর্থকদের। শহরের খাগড়া বাড়ি বুড়ির পাঠ এলাকায় পথ অবরোধ করেন বামফ্রন্ট ও কংগ্রেসের সমর্থকরা। রাস্তায় চলাচলকারী সরকারি বাসকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে ঘটনায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহ সংস্থার ২ টি বাস ও ২ জন চালক আহত হয়েছেন। শহরের সাগরদিঘী, সুনিতী রোড, মাথাভাঙ্গা পাড়াডুবি, পুন্ডীবাড়ি পাতলাখাওয়া এলাকা থেকে মোট ২৭ কয়েকজন বনধ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
এদিন সকালে কোচবিহার শহরে ধর্মঘট সমর্থকদের একটি মিছিল বের হয়। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।বন্ধ কে কেন্দ্র করে কোচবিহার শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে। বেসরকারি গাড়ি চলাচল হাতে গোনা। তবে সরকারি গাড়ি রাস্তায় দেখা গিয়েছে। প্রতিটি গাড়িকে সামনে ও পেছোনে পুলিশ স্কট করে শহরের সীমানা পার করে দিয়েছে। তার পরেও শহরের কাছারি মোড় ও ঘাস বাজার এলাকায় সরকারি গাড়িতে পাথর ছোঁড়া হয়। বাইকে করে এসে পাছর ছড়া হয়েছে বলে গাড়ি চালক দের অভিযোগ। কোচবিহার স্টেট ব্যাঙ্কের প্রধান শাখা জোর করে বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বিতর্কে জরিয়ে পরে বন্ধ সমর্থককারীরা।
কোচবিহার কোতোয়ালী থানার আইসি সৌমজিৎ রায় ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। এদিন সকাল থেকেই জেলা জুড়ে পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল তুঙ্গে। বাস স্ট্যান্ড, কাছারি, ব্যাংক প্রতিষ্ঠানে ছিল কড়া পুলিশি ব্যবস্থা।পাশাপাশি এদিন তুফানগঞ্জে সকাল থেকেই দোকানপাট বন্ধ রয়েছে। তুফানগঞ্জ শহরে বনধ সমর্থকদের একটি বিশাল মিছিল বের হয়। কোথাও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বিডিও অফিস ও এসডিও অফিস খুলতে বাধার সন্মুখীন হন সরকারি আধিকারিকরা।
আরও পড়ুন: ‘নিভার’ ঘূর্ণিঝড়ের দাপটে মৃত ৩, তামিলনাড়ু, পুদুচেরিতে চলছে ঝড় বৃষ্টির দাপট
মহকুমা শাসক কৌশিক সিনহাকে তার দফতরে ঢুকতে বাধা দিলে, মহকুমা শাসক ও বন্ধ সমর্থনকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে এদিন দিনহাটা শহরে বনধ সমর্থকদের একটি মিছিল বের হয়। বিভিন্ন সরকারি অফিসের সামনে পিকেটিং করে বনধ সর্মথকরা। এদিন দিনহাটা সাহেবগঞ্জের বিডিও অফিসের সামনে পিকেটিং করার সময় ৩০ জনকে আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশ।