লোকাল সহ দুরপাল্লার ট্রেন চালানোর দাবিতে দাবিপত্র পেশ বামফ্রন্টের

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: লোকাল প্যাসেঞ্জার সহ দুরপাল্লার এক্সপ্রেস ট্রেন দ্রুত চালুর জন্য কালচিনি স্টেশন সুপার কে দাবীপত্র দিল বামফ্রন্টের কালচিনি ব্লক কমিটি। মঙ্গলবার কালচিনি স্টেশনে গিয়ে সুপারের হাতে দাবীপত্রটি তুলে দেন বামফ্রন্টের প্রতিনিধিগন। তাদের পক্ষে পুর্ন রাই জানান করোনা আবহে বন্ধ হয়ে যাওয়া লোকাল সহ দুরপাল্লার ট্রেন গুলি দ্রুত চালানোর জন্য তারা কালচিনি স্টেশন সুপার এর মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর নিকট এই দাবী পত্র পেশ করছেন।
তিনি আরও বলেন আলিপুরদুয়ার থেকে ডুয়ার্স রুটে চলা লোকাল সহ দুরপাল্লার ট্রেন গুলি বন্ধ থাকায় নিত্যযাত্রী, হকার, ব্যবসায়ী সকলেই অসুবিধার সম্মুখীন। ট্রেন গুলি দ্রুত চালু করে সাধারন মানুষকে সমস্যা মুক্ত করতেই তাদের এই কর্মসূচি। কালচিনি স্টেশন সুপার দাবীপত্রটি বিবেচনার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন বলে জানান।