fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ধর্মঘটের সমর্থনে পথে ইসলামপুরের বাম সমর্থকরা

দীপঙ্কর দে, ইসলামপুর: আগামী ২৬ নভেম্বর ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার ইসলামপুরে পথে নামল বামেরা। এদিন সিপিএমের ইসলামপুর ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিকাশ দাসের নেতৃত্বে ইসলামপুর বাস টার্মিনাস থেকে এক বর্ণাঢ্য মিছিল ধর্মঘটের সমর্থনে শহর পরিক্রমা করে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সারা ভারতের ১০টি ট্রেড ইউনিয়ন ও ৮টি ফেডারেশনের সমর্থনে আগামী ২৬ নভেম্বর ধর্মঘট ডাকা হয়েছে।

জিনিসপত্রের দাম কমানো, শ্রম কর বাতিল, ১০০ দিনের কাজকে ২০০ দিনের কাজে পরিবর্তন করে পরিযায়ী শ্রমিকদের নিযুক্ত করা সহ বিভিন্ন দাবীতে সরব হয়ে বামেদের এই ধর্মঘট। এদিনের মিছিলের পাশাপাশি শহরের বিভিন্ন মোড়ে ধর্মঘটের সমর্থনে বামেরা পথসভা করে সাধারন মানুষকে ধর্মঘটে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়াও ধর্মঘটের দিন ধর্মঘটকে সফল করতে বাম নেতাকর্মীরাও রাস্তায় থাকবেন হুঁশিয়ারি দিয়েছে।

Related Articles

Back to top button
Close