fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

ধর্মঘটকে সফল করে তুলতে রাস্তায় বাম কর্মীরা, মোকাবিলায়  নবান্ন

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আজ বামেদের ডাকা ধর্মঘটের প্রথম দিন। ধর্মঘটকে সফল করে তুলতে সকাল থেকে রাস্তায় নেমে পড়েছেন বাম কর্মীরা। রাস্তায় দলীয় পতাকা হাতে চলছে বনধের সমর্থনে স্লোগান। ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘট। আর এই ধর্মঘটের সমর্থনে জেলায় জেলায় পথে নেমেছে বামেরা।  জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম-পঞ্চায়েতের পদ্ধেরহাট এলাকায় জয়নগর-বারুইপুর সংযোগকারী কুলপি রোড অবরোধে বামকর্মীরা।  এর ফলে কুলপি রোড তথা ১ নম্বর রাজ্য সড়কে আটকে গাড়ি চলাচল বন্ধ।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকে ৪৮ ঘণ্টার ভারত ধর্মঘটে চুঁচুড়া বাস টার্মিনাল থেকে কোনও বাস এখনও পর্যন্ত বের হয়নি।  সিপিএম নেতা পরিমল মিস্ত্রির নেতৃত্বে নিউটাউনের ওই এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। পরে যদিও নিউটাউন থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

দেশজুড়ে বনধের ডাক দিয়েছে বাম-কংগ্রেস সহ ট্রেড ইউনিয়নগুলি। ২৮ ও ২৯ মার্চ এই দু’দিন ব্যাপী সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তারা। কেন্দ্রের কৃষক-শ্রমিক ও জনবিরোধী একাধিক নীতির বিরোধীতায় পথে  ডান-বাম শ্রমিক সংগঠনগুলি।  করোনাকালে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক সাহায্য থেকে দেশজুড়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যু সামনে রেখে আজ থেকে ১২ দফা দাবিতে টানা ৪৮ ঘণ্টার জন্য দেশজোড়া ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। বনধ মোকাবিলায় কড়া পদক্ষেপ করেছে নবান্ন। এই বনধে সামিল হয়েছে অল ইন্ডিয়া এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের সদস্যরাও।

রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্ন  থেকে জারি কড়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে আজ ও আগামীকাল  খোলা থাকবে অফিস , আদালত , স্কুল , কলেজ । নির্দিষ্ট এই ২ দিন সরকারি কর্মচারীদের কোনও ছুটি মঞ্জুর নয়।  অনুপস্থিত থাকলে একদিনের বেতন ও কর্মজীবন থেকে একদিন বাদ যাবে।

 

Related Articles

Back to top button
Close