fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

জীবিকার অধিকার রক্ষার দাবীতে প্রতিবাদ! শিলিগুড়িতে পথে বামপন্থী নারীরা

কৃষ্ণা দাস, শিলিগুড়ি : আসন্ন বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে করোনা কালের সময়োপযোগী প্রচার অভিযান শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলের তরফে। থেমে নেই বামফ্রন্টও। করোনার আবহে একসঙ্গে  জমায়ত না হয়ে ছোটও ছোটও আকারে কর্মসূচী পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তারই অঙ্গ হিসেবে শুক্রবার জীবিকা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ির হাসমি চকেও বামপন্থী মহিলা সংগঠনগুলির যৌথ উদ্যোগে শিলিগুড়ি হাশমি চকে জাতীয় প্রতিবাদ দিবস পালন করা হলো।

এদিন হাসমি চকে রাস্তার ধারে দাড়িয়ে হাতে প্লাকার্ড নিয়ে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ কমসূচী পালন করা হয়। বহু মহিলা নেত্রী ও কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহন করেন। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মহিলা সমিতি দার্জিলিং জেলার নেত্রী স্নিগ্ধা হাজরা অভিযোগ করে বলেন, “করোনার এই মহামারীর সময়ে সরকার থেকে রেশন ব্যবস্থা কমিয়ে দেওয়া হয়েছে। গর্ভবতী মহিলারা চিকিৎসার ক্ষেত্রে হেনস্তা হচ্ছে। বহু মা ও বাচ্চারা এতে মারা যাচ্ছে।কোভিড রোগীদের চিকিৎসায় টালবাহানা চলছে। বহু মানুষ কর্মহীন হয়ে পড়ছে।” তিনি দাবী করেন, “এসব চলবে না। সমস্ত দায়িত্ব রাজ্য ও কেন্দ্র সরকারকে নিতে হবে। “

Related Articles

Back to top button
Close