পশ্চিমবঙ্গহেডলাইন
আলিপুরদুয়ারে ১৬ দফা দাবিতে বামেদের সাইকেল মিছিল

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: জন জীবন এর ষোল দফা দাবিতে বাম ফ্রন্ট সমর্থকদের সাইকেল মিছিল হল আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের তিলের ডাঙ্গা বাজার থেকে ভাটিবাড়ি বাজার হয়ে কার্যীপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। জেলা বামফ্রন্ট সূত্রে জানা গেছে, রাজ্য জুড়ে তাদের এই কর্মসুচী চলছে।
দাবি গুলির মধ্যে অন্যতম হল, একশ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান, এস এস সি র মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগ, লক ডাউন সময়ের বিদ্যুত বিল মকুব করা, পঞ্চায়েতি কাজে দলবাজি বন্ধ করে স্বচ্ছতা আনা, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের আকাশ ছোঁয়া মুল্য বৃদ্ধি প্রতিরোধ, রেশন দুর্নীতি বন্ধ করা। এদিন জেলার সর্বত্র মিছিল, অবস্থান বিক্ষোভ করে এই কর্মসূচী পালিত হয় বলে জানান জেলার বাম নেতৃত্ব।