বাঁকুড়ায় ট্রেন চালুর দাবিতে স্টেশন-এর সামনে বামপন্থী ট্রেড ইউনিয়নের বিক্ষোভ

অতনু রায়, বাঁকুড়া: কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সমস্ত ট্রেন চালু হলেও বাঁকুড়া ট্রেন চালু হয়নি কেন? তারই দাবিতে বাঁকুড়া রেল স্টেশনের সামনে বামপন্থী ট্রেড ইউনিয়নের বিক্ষোভ। সঙ্গে ছিলেন আই এন টি ইউ সি ট্রেড ইউনিয়ন। মঙ্গলবার সকাল ন’টা থেকে সি আই টি ইউ-এর জেলা সহ-সভাপতি প্রদীপ মুখার্জির নেতৃত্বে প্রায় কয়েকশো সি আই টি ইউ এর কর্মী বিক্ষোভ দেখান।
তাঁদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকার বাঁকুড়া জেলায় কেন ট্রেন চালু করছে না,কেন তাদের জেলাকে এত অবহেলা করা হচ্ছে। এ ব্যাপারে সি আই টি ইউ এর জেলা সহসভাপতি প্রদীপ মুখার্জি বলেন বাঁকুড়া পুরুলিয়ার কি কোন ট্রেনে দরকার পড়ে না, কেন্দ্র ও রাজ্য সরকারের এত বিধায়ক ও এমপিরা থাকতেও কেন তারা মুখে কুলুপ এঁটেছেন। কেন তারা আন্দোলন করছেন না। তারা কি ভুলে গেছেন এই ট্রেন থেকেই হাজার হাজার হকার, দোকানদার, অটো, রিকশা থেকে তাদের সংসার চালান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে ট্রেন যদি বাঁকুড়ায় চালু না করা হয় তাহলে কোনো মালবাহী ট্রেন তারা চালাতে দেবে না। এছাড়া রেলের জমিতে বসবাসকারী অসহায় বস্তিবাসীদের কোনও উচ্ছেদ করার আগে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি রাখা হয়।