কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন
মহুয়া মৈত্রকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিনিধি কলকাতা: নদিয়ার গয়েশপুরের কর্মীসভার সভামঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের মানহানিকর বক্তব্যের প্রেক্ষিতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে আইনি নোটিশ ধরালেন প্রবীণ সাংবাদিক তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী।
এদিন মহুয়া মৈত্রকে পাঠানো আইনি নোটিশে স্মরজিৎ বাবু জানান, গত ৭ ডিসেম্বর নদিয়ার গয়েশপুরের জনসমক্ষে দাঁড়িয়ে সাংবাদিক কুলকে ‘দুই পয়সার সাংবাদিক’ বলে অপমান করেছেন তিনি। তাই তার মন্তব্য যথেষ্ট মানহানিকর অপমানজনক মনে করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। যদি তিনি এই মানহানিকর ও অসম্মানজনক বক্তব্যের জন্য ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানান স্মরজিৎ বাবু।