fbpx
কলকাতাগুরুত্বপূর্ণবিনোদনহেডলাইন

এক যুগের অবসান, চলে গেলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

পরিচালকের ইচ্ছেকে সম্মান জানিয়ে দেহ দান পরিবারের

যুগশঙ্খ, জীবনাবসান কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আজ সোমবার এসএসকেএম হাসপাতালে সকাল ১১.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিচালকের শেষ ইচ্ছে অনুযায়ী তার দেহদানের ইচ্ছা প্রকাশ করে পরিবার। সেই অনুযায়ী কিংবদন্তি পরিচালকের দেহ ও কর্নিয়া দান করা হয়। পরিবার সূত্রে জানানো হয়, দেহদানের ইচ্ছে প্রকাশ করে মৃত্যুর আগেই তিনি অঙ্গদানের সংশ্লিষ্ট সংস্থা গণদর্পনের সঙ্গে কথা বলেছিলেন। তবে লিখিত কিছু দিয়ে যাওয়া হয়নি। পরিবারের তরফে জানানো হয়, প্রয়াত পরিচালকের ইচ্ছা অনুযায়ী তার শেষকৃত্য সাধারণভাবেই সম্পন্ন করা হবে। শোকমিছিল করাও হবে না। এমনকী তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ফুল আনতেও নিষেধ করে দেওয়া হয়।

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, পরিচালকের ইচ্ছা অনুযায়ী প্রয়াত তরুণ মজুমদারের পরিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করবেন।

উল্লেখ্য, গত ১৪ জুন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে মেডিকেল বোর্ড গঠন করা হয়। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কিংবদন্তি পরিচালক। আজ ডায়ালিসিস হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শারীরিকভাবে ডায়ালিসিস নেওয়ার মতো শরীরের অবস্থা ছিল না তাঁর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কষ্টে ভুগছিলেন। এছাড়াও তিনি ফুসফুস, কিডনির সমস্যা, ডায়াবেটিস সহ নানা সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। ১০০ শতাংশ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।

এক ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট চিত্রপরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোকহত। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯১ বছর। ভিন্নধারার রুচিসম্মত সামাজিক চলচ্চিত্র নির্মাণে তরুণ মজুমদার উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন। তাঁর ছবিতে রবীন্দ্রসংগীতের প্রয়োগ দর্শককে আবিষ্ট করে রাখে।”

মুখ্যমন্ত্রী আরও একটি ট্যুইটে লিখেছেন, ‘তরুণ মজুমদার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র বালিকা বধূ, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা, সংসার সীমান্তে, গণদেবতা, শহর থেকে দূরে, পথভোলা, চাঁদের বাড়ি, আলো ইত্যাদি উল্লেখের দাবি রাখে। তিনি পদ্মশ্রী, জাতীয় পুরস্কার, বিএফজেএ পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি তরুণ মজুমদারের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

Related Articles

Back to top button
Close