
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ান্স লিগ থেকে ছিটকে যাওয়ার পরই বার্সা ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন এলএম টেন। আর ঠিক তারপর থেকেই শুরু জল্পনা। তাহলে আগামী মরশুমে কোন ক্লাবের জার্সি গায়ে চাপাবেন মেসি? কার সঙ্গে খেলতে দেখা যাবে তাঁকে? নেইমারের পিএসজি কিংবা রোনাল্ডোর জুভেন্তাসে যোগ দেওয়ার কি সম্ভাবনা আছে? বিশ্বের সেরা তারকাকে নিজেদের দলে নিতে কত খরচ হতে পারে কোনও ক্লাবের? ইত্যাদি নানারকম কৌতূহল জেগেছে ফুটবলপ্রেমীদের মনে। আর এসব প্রশ্নের উত্তর পেতে গুগলই ভরসা। সেখানেই মেসির নাম দিয়ে এই সংক্রান্ত খবরের খোঁজ চালাচ্ছেন তাঁর ভক্তরা। আর সেই থেকেই অজান্তে নতুন রেকর্ড গড়ে ফেললেন মেসি। কী রেকর্ড?
হিসেব বলছে, মেসি লিখে গুগলে যত সার্চ হয়েছে, গত কয়েক মাসে করোনা লিখেও তত হয়নি। অর্থাৎ এই রোগের খুঁটিনাটি আপডেটের থেকে মেসির ভবিষ্যৎ জানতে বেশি আগ্রহী বিশ্ববাসী। এমনকী, ‘Messi leaves Barca’ লিখে সার্চের পরিমাণ নাকি ২৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত কয়েক দিনে।
গুগলের প্রকাশিত সার্চ ডেটাতেই স্পষ্ট, কীভাবে সার্চ বারে মেসির নাম চড়চড় করে উপরে উঠেছে। টপকে গিয়েছে কোভিডকেও।