আকাশ থেকে লিওনিড উল্কাবৃষ্টি, মঙ্গলবার রাতে দেখা যাবে খালি চোখে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মহাকাশপ্রেমীরা মঙ্গলবার–বুধবার চোখ রাখুন আকাশে। আকাশে হতে চলেছে লিওনিড উল্কা বৃষ্টি। উল্কাবৃষ্টি যা চলবে আগামী ৩০ তারিখ পর্যন্ত। এমনটাই জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানী মহল। বিজ্ঞানীরা জানাচ্ছেন, টেম্পল–টাটল্ ধুমকেতুর লেজের ধ্বংসাবশেষই হল লিওনিড উল্কা। প্রতি ৩৩ বছর আগে টেম্পল–টাটল্ ধুমকেতুর সূর্যকে প্রদক্ষিণ করতে।
লিওনিড উল্কার ধরন অত্যন্ত উজ্জ্বল। গতি সেকেন্ড প্রতি ৭১ কিলোমিটার, যা তাদের সবচেয়ে দ্রুতগতি উল্কার স্থান দিয়েছে। ফলে প্রতি ঘণ্টায় মানুষরা ১০–১৫টি উল্কা দেখতে পারবেন আকাশে তাকালে। এই উল্কার মধ্যে আছে ‘ফায়ারবল’ এবং ‘আর্থগেজার’ উল্কা। প্রথমটি আকারে অত্যন্ত বড়। এবং দ্বিতীয় ধরনটি সাধারণত দেখা যায় দিগন্তের কাছাকাছি। এবং এগুলির লেজ রঙিন, লম্বা। সিংহ বা লিও ছায়াপথ থেকে উৎপত্তি হয়েছে এই উল্কার। তাই এই উল্কার নাম লিওনিড। জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা। আকাশে যখন চাঁদের আলো খুব মৃদু বা হাল্কা থাকবে, তখনই উল্কাবৃষ্টি সব থেকে ভালোভাবে দেখতে পারবেন মহাকাশপ্রেমীরা।