fbpx
কলকাতাহেডলাইন

‘এই রংয়ের উৎসব সকলের জীবনে আনন্দ নিয়ে আসুক,’  রাজ্যবাসীকে ট্যুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আজ পবিত্র দোল উৎসব। এই উৎসবকে সামনে রেখে রাজ্যবাসী মেতে ওঠে বসন্ত উৎসবে। এই বিশেষ দিনে রাজ্যবাসীকে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘সকলকে দোলের শুভেচ্ছা। এই রংয়ের উৎসব সকলের জীবনে আনন্দ নিয়ে আসুক। বৈচিত্র্য, সৌহার্দ্য ও সমতার বার্তা আমাদের অনুপ্রাণিত করুক’।’

 

দোলযাত্রা একটি সনাতনহিন্দু বৈষ্ণব উৎসব। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল যাত্রা অনুষ্ঠিত হয়।

বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়।

দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।

দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মেতে ওঠে। দোলের আগের দিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এই অনুষ্ঠান হোলিকা দহন বা  ন্যাড়াপোড়া নামে পরিচিত। উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়।

Related Articles

Back to top button
Close