গুরুত্বপূর্ণদেশহেডলাইন
‘নিজেকে লেখা চিঠি’! প্রকাশিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা কবিতার বই

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাজনীতির পাশাপাশি তিনি যে একজন সাহিত্য অনুরাগী সে কথা বহুবারই প্রমাণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই সাহিত্য প্রেমই প্রকাশ পেতে চলেছে। শত কাজের মধ্যেও সাহিত্যর প্রতি ভালোবাসা তাঁকে এক অন্য জায়গায় নিয়ে গেছে।
এবার প্রধানমন্ত্রীর লেখা গুজরাতি ভাষায় লেখা কবিতার প্রকাশিত হতে চলেছে। যার নাম ‘নিজেকে লেখা চিঠি’! এই নামেই প্রকাশিত হতে চলেছে কবিতার বইটি। বইয়ের ইংরেজি অনুবাদ ‘লেটার্স টু সেলফ’ আগামী অগাস্টেই কিনতে পাওয়া যাবে। বহু বছর ধরে লেখা নরেন্দ্র মোদির কবিতার সংকলন, ‘আঁখ আ ধন্য ছে’ মূলত ২০০৭ সালে প্রকাশিত হয়েছিল। চলচ্চিত্র সাংবাদিক এবং ইতিহাসবিদ ভাবনা সোমায়া এই কবিতাগুলি ইংরেজিতে অনুবাদ করেছেন। ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা থেকে প্রকাশ পাবে প্রধানমন্ত্রীর কবিতার বই!