
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে সর্বসম্মত ভাবে একদিনের জন্য বিধানসভা অধিবেশনের আহ্বান জানালেন বিধানসভার দুই বিরােধী দলনেতা আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার বিধান সভায় এ কথা বলেন দুই পরিষদীয় নেতা। এই মর্মে মুখ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এই চিঠিতে দুই বিরােধী নেতা আর্জি জানিয়েছেন , ‘বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রের অগণতান্ত্রিক ভাবে পাশ করা কৃষি বিল ও অত্যাবশ্যক পণ্য আইন সংশােধন বিল – এর প্রতিবাদে বিধানসভায় কেন্দ্র বিরােধী প্রস্তাব গ্রহণ করা হােক । কেনােনা ফাকা সংসদে কেন্দ্রের সরকার এই বিলগুলাে পাশ করিয়ে নিয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। তাই এর বিরুদ্ধে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে বিজেপি বিরােধী প্রস্তাব নিয়ে আন্দোলনে নাম হোক।’
পাশাপাশি সুজন মান্নান বলেন, ‘বিজেপির বিরুদ্ধে সংসদের লড়াই যদি সত্যি হয়ে থাকে তবে সর্ব সম্মত ভাবে এই কৃষি বিলের বিরোধিতা করা উচিত। কারণ কেন্দ্রের এই বিল কোনও ভাবেই কৃষকের স্বার্থ রক্ষা করবে না। একই সঙ্গে সাধারণ মানুষের খাদ্যের অধিকার কেড়ে নেবে। তাই অবিলম্বে এই বিল নিয়ে প্রস্তাব আনা দরকার আলোচনার ভিত্তিতে। যদি রাজ্য সরকার মণে করেন নিজেরাই প্রস্তাব আনবেন তাতেও আমরা রাজি আছি। তবে আমাদের ডাকা হলে তার জন্য আমাদের প্রস্তাবও তৈরি আছে।’